শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

রাজশাহীতে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

admin

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ , ৩:১২ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন। মৃতদের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। অপর ৪ জন উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য দিয়ে জানান, ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন। এনিয়ে ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ১৫৩ জন ভর্তি রোগী আছে।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।