শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

সিলেটে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

admin

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ , ৩:৪৫ অপরাহ্ণ

সিলেট নগরীর মজুমদারির আবাসিক এলাকার একটি বাড়ির ছাদের রেলিংয়ে ওড়না পেঁচানো অবস্থায় দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেননি।

মৃত দুই বোন হলেন- ওই বাসার বাসিন্দা মৃত কলিমুল্লার মেয়ে রানি বেগম (৩৫) ও ফাতেমা বেগম (২৮)।

ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদি জানান, ওই পরিবারের লোকজনের মধ্যে প্রায়ই ঝগড়া শোনা যেত। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা ছাদের রেলিংয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। দুজনই অবিবাহিত ছিলেন।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।