ঢাকা জেলার কেরানীগঞ্জের ওয়ান টাইম নামে একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে কেরানীগঞ্জের ওয়ান টাইম নামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৮টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জাক/পা আ
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।