শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

মুন্সীগঞ্জের বাড়ৈখালী বাজার এলাকায় অগ্নিকাণ্ড

admin

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১ , ২:০৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার এলাকায় চারটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সকালে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভ্রাম্যমান কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আগুনে ক্ষতিগ্রস্ত চারটি দোকানের নাম- সিরাজুল ইসলামের কনফেকশনারি ও ভ্যারাইটিজ স্টোর, শাহাবুল ইসলামের খাবার হোটেল, হারুন অর রশিদের ডেউটিনের দোকান ও নরেজ মণ্ডলের মিষ্টান্ন ভাণ্ডার।

স্থানীয়রা জানায়, সকালে তারা হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে গত ৬ নভেম্বর রাতে বাড়ৈখালী বাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ রিবেন এ বিষয়ে জানান, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মো. জুয়েল (৩০) নামে দোকানের এক কর্মচারী আহত হন। ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।