শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের সর্বোচ্চটুকু সহায়তায়- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

সাংবাদিক এম.এস. ইসলাম

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, রাজধানীর বঙ্গবাজারে আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায় সরকার সর্বোচ্চটুকু করবে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন, তাদের ১৫ হাজার টাকা করে চিকিৎসার জন্য দেওয়া হবে। আগুনের ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসনে যথাযথ সহায়তা দেওয়া হবে।

আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

বঙ্গবাজারে আগুন লাগার পর সংলগ্ন অন্তত পাঁচটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সাহায্যকারী দল এসে যুক্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।