এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

আগের সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

পরের সংবাদ

ট্রাফিকের কাজে ইলিয়াস কাঞ্চন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪ , ১০:৩৬ পূর্বাহ্ণ

দেশের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। অক্লান্ত পরিশ্রম করে বিনা পারিশ্রমিকে কাজটি করে যাচ্ছেন তারা। এবার শিক্ষার্থীদের মতো করেই সড়কে ট্রাফিকের কাজ করতে দেখা গেল দেশের বরেণ্য চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে।

রাজধানীর পল্টন ও কাকরাইল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ট্রাফিকের কাজ করেন এই অভিনেতা।

ইলিয়াস কাঞ্চন বলেন, জানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়। কিন্তু কেউ যদি দায়িত্ব পালন সঠিকভাবে না করে, সেক্ষেত্রে কিন্তু দেশে শাস্তি বা জবাবদিহিতা নেই।

তিনি আরও বলেন, সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই। দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবেই আউটপুট ভালো আসবে।

তিনি বলেন, এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, গাড়ির চালকরা শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছেন। আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছেন। আসলে যে মানাবেন, তাকে শ্রদ্ধাশীলের জায়গায় থাকতে হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এ প্রয়াসটা অন্তত ২ থেকে ৫ বছর চালু রাখতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।