অন্যান্য
দেশসেরা ওপেনার তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর আর দেশের জার্সি গায়ে জড়াননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। ঘরোয়া লিগ খেললেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ কী তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা। দলে ফেরার বিষয়ে নতুন বার্তা দিলেন এই তারকা ক্রিকেটার।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) স্পোটস্টার নামে একটি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি যেভাবে শেষ করেছি, তাতে আমি মোটেও সন্তুষ্ট নয়। তাই আমার জন্য দলে ফিরে খেলার জন্য একটা কারণ দরকার। আমি তেমন অমন মানুষ নই যে এই পরিস্থিতিতে আসলাম আর ৪-৫ টা ম্যাচ খেললাম। তাহলে মূল বিষয় টা কি?’
তামিম আরও যোগ করেন, ‘সবাই বলছে আমি যাতে ফিরে আসি, তারা আমাকে চায়। তবে, আমি যদি ৪-৫টি ম্যাচের জন্য আসি, সেটা কি বাংলাদেশ দলকে সাহায্য করবে? যদি একটা সঠিক পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায়, তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আমরা পরবর্তীতে কথা বলতে পারি।’
অবশ্য তামিমের বিষয়ে নিশ্চিত করে কিছু না জানালেও তাকে হয় মাঠে নাহয় বোর্ডের কোনো দায়িত্বে দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এখন দেখার মাঠ না বোর্ড, তামিমের পরবর্তী গন্তব্য কোথায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।