অন্যান্য
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ মোহাম্মদ ইউনুছ
চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের নেতাকর্মী আহত হন।
এই হামলার প্রতিবাদে আজ আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সমাবেশ করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ মোহাম্মদ ইউনুছ বলেন, স্বৈরাচার হাসিনার দোসরদের আর ছাড় নয়। তারা গতকাল যে ঘটনা ঘটিয়েছে তাতে প্রতিটি অন্যায়ের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নে এই সংঘর্ষে চারজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমান গাজী ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার এবং বিএনপি সমর্থিত বৃদ্ধ বয়সী বিল্লাল হোসেন গাজী হামলার শিকার হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা নেন। পরে সেনাবাহিনী ও থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
হামলার বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ সরকার বলেন, নয়াহাট এলাকায় দুই পক্ষের মারামারির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।