এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

আগের সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

পরের সংবাদ

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪ , ৮:৪০ পূর্বাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতের একটি এপার্টমেন্ট ব্লকে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইসরায়েলের চালানো হামলায় চারজন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর লেবাননে এ ধরনের হামলা এই প্রথমবারের মতো চালালো ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার থেকে শুরু করে আজ সোমবার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ১০৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৫৯ জন। খবর এএফপির।

সাম্প্রতিক দিনগুলোতে গাজা যুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে নিতে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। এর অংশ হিসেবে সেখানে মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর অবস্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এ রকম একটি হামলায় গত শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।

এদিকে, আজ সকালে লেবাননের কোলা জেলায় ইসলামপন্থি সংগঠন জামা ইসলামিয়ার দুজন সদস্যের মালিকানাধীন দুটি এপার্টমেন্ট ব্লকে ড্রোন হামলা চালায় ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই প্রথম এ ধরনের হামলা চালালো ইহুদি রাষ্ট্রটি।

লেবাননের একজন নাগরিক জানান, বৈরুতের মধ্যভাগে থাকা জামা ইসলামিয়ার মালিকানাধীন একটি ফ্লাটে চালানো ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) নামের একটি বামপন্থি ধর্মনিরপেক্ষ সংগঠন জানিয়েছে, হামলায় তাদের তিনজন সদস্য মারা গেছে। এএফপির সাংবাদিক জানিয়েছেন, রোববার সারা দিন লেবাননের রাজধানীর আকাশে ইসরায়েলি ড্রোনগুলোকে উড়তে দেখা গেছে।

গত সোমবারের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কয়েকশ লোক নিহত হয়েছে। ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধেও এতো অল্প সময়ে এতো প্রাণহানি হয়নি।

এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারট গতকাল রোববার রাতে লেবাননে পৌঁছেছেন। দেশটিতে ইসরায়েলি হামলা শুরুর পর এতো উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম সফর। ব্যারট লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে জানান, প্যারিস চায় ইসরায়েলি হামলার এখনি অবসান হোক।

আজ সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননে সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সবাইকে সম্মান প্রদর্শনের আহ্বান জনিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।