বিমানবন্দর থেকে শুরু চ্যাম্পিয়নদের শোভাযাত্রা

আগের সংবাদ

তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

পরের সংবাদ

বাংলার গায়েনের মঞ্চে পলাশের গর্ব মরণ সূত্র ধর

ইসরাত জাহান পূর্ণিমা 

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১ , ৫:৪৮ পূর্বাহ্ণ

আরটিভির সংগীত প্রোগ্রাম বাংলার গায়েনের মঞ্চে এবার নরসিংদীর পলাশের মরণ সূত্র ধর।পলাশের পন্ডিতপাড়া গ্রামে ১৯৯০সালের পহেলা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।তিনি জন্মগত ভাবেই অন্ধ ছিলেন। তার পিতা পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। ৫ভাইবোনের মধ্যে তিনিই বড়।ছোট থেকেই গানের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। সেই আগ্রহ থেকেই তিনি গান শিখেন।

তিনি তার ভাই ও বন্ধুবান্ধবদের সহায়তায় সাম্প্রতিক আারটিভিতে বাংলার গায়েন সংগীত প্রোগ্রামে যোগদান করেন।বর্তমানে তিনি তার গানের মাধ্যমে বাংলার প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গানের মাধুর্যতা বিচারকদের মন কেড়ে নিয়েছে।বাংলার গায়েনের মঞ্চে যেয়ে তার নাম মরণ সূত্র ধর থেকে জীবন সূত্র ধর হয়েছে।

জীবন যুদ্ধে অনেক পরিশ্রম করে আজ তিনি এই মঞ্চে পৌঁছছেন। ভবিষ্যতে তিনি যেন দৃষ্টিশক্তি ফিরে পেয়ে জীবনে আরও উন্নতি করতে পারেন এবং তার গানের মাধ্যমে মানুষকে আরো আপন করে নিতে পারেন এই শুভকামনা পলাশবাসীর পক্ষ থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।