শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

সংক্রমণ বাড়ায়

এবার করোনায় ফের বন্ধ হচ্ছে বাবুবাজার

admin

প্রকাশিত: মে ১৭, ২০২০ , ২:২৭ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের কারণে দেশের অন্যতম পাইকরী কাপড়ের বাজর নরসিংদী বাবু বাজার বনন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এর আগে স্বাস্থবিধি মেনে সীমিত আকারে বাজার চালু করা হয়েছিল ৫ মার্চ। নরসিংদী চেম্বারের সাথে আলোচনা করে ১৬ তারিখ পর্যন্ত বাজারের কার্যক্রম পরিচালনার অনুমতি  দেয় হয়।

তবে শনিবার (মে ১৭) রাতে নরসিংদী তেকে পাঠানো করোনা ভাইরাসের ১৪৪ টি নমুনার মধ্যে ৩৭টি পজিটিভ পাওয়া যায়।  যার মধ্যে মাধবদীতেই পাওয়া যায় ১৬ জন। এমন পরিস্থিতিতে করোন পরিস্থিতি বিচেনা করে এবং সংক্রমন ঠেকাতে বাজারটি আবারও বন্ধ করতে গণ বিজ্ঞপ্তি জারি করে নরসিংদী জেলা প্রশাসন।

উল্লেখ্য, এর আগে খুলে দেয়া পর মানুষের ভিড় বাড়তে থাকায় নরসিংদীর বড় বাজারও বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।

নকি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।