শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

চাঁদপুরে অবৈধ ভাবে রেলের জলাশয়ে মাছ চাষ

admin

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১ , ৭:০১ অপরাহ্ণ

চাঁদপুরে বাংলাদেশ সরকারের তথা রেলওয়ে নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে চাঁদপুরে প্রায় শতাধিক রেলওয়ের জলাশয় ও লেকে মাছ চায় করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া এ সব জলাশয়ের রেললাইন সংগ্নস্থানে অপকিল্পিত ভাবে মাছ চায় করায় চাষকৃত মাছ মাটি খাওয়ায় ও মাটি ভেঙে ফেলায় রেললাইনের পাশের মিশন রোডস্থ এলাকার মাটি ভেঙে পড়ে রেল চলাচল যে কোন সময় ঝুকিঁপূর্ন হয়ে পড়বে বলে এলাকাবাসীর অভিমত।

সরোজমিনে তদন্ত করলে প্রকৃত বিষয়টি পরিলক্ষিত হবে। এর পূর্বে শহরের শহীদ মুক্তিযোদ্বা সড়কের রেলের ২টি লেকে মাছ চাষের কারনে বিশাল এলাকা ঝুঁড়ে মাটি ভেঙে পড়ে গর্তে সৃস্টি হলে, রেলওয়ে থেকে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার দিয়ে সেখানে লেকের পাশের মাটির নীচ থেকে গাইড ওয়াল নির্মান করে ভাঙ্গন ঠেকাতে হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২০ সালে ১৬ েেসপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের নতুন নীতিমালা প্রনয়ন করা হয়েছে। সে নীতি মালায় জলাশয় গুলো টেন্ডার প্রক্রিয়ায় লীজ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সে আদেশ নামেনে পেশি শক্তি ব্যবহার করে রেলওয়ের সম্পত্তি ও জলাশয় গুলো দখলা করে এক শ্রেনীর প্রভাবশালীরা অবৈধভাবে সেখানে ভোগদখল করে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ এ বিষয়ে বলেছেন, রেলের জায়গায় অনেকেই মাছ চাষ করছেন। মানছেন না কোন নিয়মনীতি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে বিষয়টি দেখার অনুরোধ করেছেন।

চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রেলওয়ের লীজকৃত কোন জায়গায় কেউ মাছ চাষ করলে মৎস্য অধিদপ্তর এর অনুমতি প্রয়োজন হয়। সেই অনুমতি আছে কি না, এ বিষয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

খবর নিয়ে জানাগেছে, চাঁদপুর শহরের ২টি বিশাল লেকসহ বিভিন্নস্থানের জলাশয় হতে শুরু করে বঙ্গবন্ধু সড়কের শেষ পর্যন্ত রেলের জলাশয়গুলো লীজ দেওয়া হয়েছে বলে কয়েকজন ব্যাক্তির দাবী করেছেন। এগুলোর মধ্যে কেউ কেউ লীজ নবায়ন করেননি। নামে বেনামে এখন চলছে মৎস্য চাষ।

তদন্ত করলে বেরিয়ে আসবে কিভাবে মাছ চাষ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সুযোগ সন্ধানি একটি চক্র। পাশাপাশি এসব লোকজন কোন ধরণের অনুমতি ছাড়াই জলাশয়ের পাশে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সরকারী জায়গা দখলে আছে। আবার দেখা যায়, কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে সে স্থাপনায় মোটা অংকের টাকায় ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে প্রতিমাসে লাখ-লাখ টাকা।

এ বিষয়ে মনুহাজীসহ কয়েকজন মাছ চাষকারীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান,আমাদের নীজের মেযাদ শেষ হয়েছে। নতুন করে নবায়ন করে নীব। রেলওয়ে নবায়নে কালক্ষেপন করছে।

এ ব্যাপারে রেলওয়ে চট্রগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল আলম জানান, চাঁদপুরে কোন জলাশয় বর্তমানে লীজ নেই। আমার দপ্তর থেকে রেলওয়ের ডিজি বরাবর লীজ দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে। বর্তমানে অবৈধ ভাবে জলাশয় দখল করে মাছ চাষ করছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। তালিকা করে ব্যবস্থা গ্রহন করা হবে। লেলপথ ভেঙে যাচ্ছে মর্মেও অভিযোগ পেয়েছি। অচিরেই ব্যবস্থা গ্রহন করবো।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।