অন্যান্য
স্কুলগুলোতে মনিটরিং করা হচ্ছে
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মানিকগঞ্জ ও মাদারীপুরে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় স্কুলগুলোতে মনিটরিং করা হচ্ছে। তবে স্কুল বন্ধের সময় এখনো আসেনি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) করোনা উপসর্গে শিক্ষার্থী মৃত্যু ও কয়েকটি স্কুলে অসুস্থ হওয়ার ঘটনায় এ কথা বলেন তিনি।
এর আগে মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে একটি স্কুল।
মানিকগঞ্জে মারা যাওয়া ওই ছাত্রীর নাম রোদেলা। সে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। বুধবার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, গোপালগঞ্জে কোটালীপাড়ায় ৪নং ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার থেকে তৃতীয় শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
গোপলগঞ্জের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। সে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছে।
বাগেরহাটের মোংলায় পুলিন কুমার মণ্ডল নামে মাধ্যমিকের এক শিক্ষকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই ওই বিদ্যালয়ের বাকি শিক্ষকদেরও নমুনা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁদপুর, মাদারিপুরেও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।