শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

admin

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ , ১:২৯ অপরাহ্ণ

সারাদেশে গণপরিবহনে চলাচলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর বকশিবাজার এলাকায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

শিক্ষার্থীদের জন্য সব গণপরিবহনে হাফভাড়া কার্যকর করতে শিক্ষার্থীরা গত ১৫ দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। রাজধানীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

এরই ধারাবাহিকতায় সকাল থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বকশিবাজার মোড়ে জড়ো হয়। কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। একইসঙ্গে ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।

আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাঈল বলেন, দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ইসমাইল আরও বলেন, গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।