শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাবান পূর্বটেক এর পদ্মবিল

ভাপন মিত্র

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০ , ৮:৩৫ অপরাহ্ণ

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জিনারদী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড রাবান পূর্বটেক এর পদ্মবিল ৷প্রকৃতির টানে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এ পদ্মবিলে ৷ এখানে প্রতি বছরের ন্যায় এবারও পদ্মফুল ফুটেছে যা দেখতে খুব মনমুগ্ধকর ৷ যেদিকেই চোখ যায় চারিদিকে পদ্মফুল আর পদ্মফুল ৷ প্রতিনিয়তই অনেক মানুষ এ পদ্মবিল দেখতে আসে ৷ অনেকে আবার সখের বসে নৌকা নিয়ে ঘুরেঘুরে ফুল সংগ্রহ করতে যায় ৷

স্থানীয় বাসন্দা “সৌরভ দাস” এর সাথে কথা বলে জানা যায় অনেক লোকজন আসে এখানে পদ্মফুল দেখতে ও নৌকা ভ্রমন করতে ৷ অনেকে আবার পদ্মফুল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় ৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।