শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

ফোক সম্রাজ্ঞী মমতাজের মা আর নেই

admin

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ৫:০৫ অপরাহ্ণ

ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজের মা উজালা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন উজালা বেগম। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এছাড়া লিভারজনিত সমস্যা ছিল তার। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বাদ আসর মমতাজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে বাউল কমপ্লেক্সে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমতাজ।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।