শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

আগামী সপ্তাহেই উন্মুক্ত হবে ফারিয়ার ‘হাবিবি’

admin

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ , ১:০৬ অপরাহ্ণ

আগামী ৭ নভেম্বর আসছে এই গায়িকা-নায়িকার নতুন গান- হাবিবি। ভারতের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আজ (২ নভেম্বর) প্রকাশিত করেছে এর টিজার। নিজেদের ফেসবুক পেজে ক্যাপশনে লিখেছে, ‘রানি যখন মঞ্চ আগুন ধরিয়ে দেন’!

সেখানেই জানানো হয়, গান অবমুক্তের দিন-তারিখ।
এদিকে, ফারিয়া গানটি প্রসঙ্গে বললেন, ‌‌‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। মুম্বাইয়ে আস্ত এক মহলে এর শুটিং করেছি। আমি বলবো যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

নূর নবীর কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। এর ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

উল্লেখ্য, ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে এসেছিলেন নুসরাত ফারিয়া। আলোচনা যেমন হয়েছে তেমনি সমালোচনাও। তবে ‘আমি চাই থাকতে’ গানটি দিয়ে সেই সমালোচনা পুষিয়ে দিয়েছিলেন এই গায়িকা-নায়িকা। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।