শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

কান মাতিয়ে শুক্রবার হলে মুক্তি পাবে ‘রেহানা মরিয়ম নূর’

admin

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ৩:০৩ অপরাহ্ণ

কান মাতিয়ে আসা ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। ১২ নভেম্বর শুক্রবার দেশের ১২টি সিনেমা হলে মুক্তি পাবে ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবির প্রধান ভূমিকায় দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।

এদিকে সিনেমা মুক্তির আগে বুধবার হয়ে গেল প্রেস শো। মহাখালির এসকে টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে প্রেস শো’তে হাজির হয়েছিলেন রেহানা টিম। মেয়ে সায়রা ও বাবা প্রকৌশলী আমিনুল হককে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন বাঁধন।

সিনেমা দেখার পর দর্শকরা দাঁড়িয়ে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয় রেহানা টিমকে। এমন সম্মানে পেয়ে কেঁদে ফেলেন বাঁধন। মেয়ের কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি বাবা আমিনুল হকও, অশ্রুসিক্ত হলেন তিনিও।

বাঁধনের অভিনয়ে মুগ্ধ বাবা আমিনুল হক বলেন, ‘আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি তা জানতাম না। সত্যি বলতে, আমাদের পরিবার কখনো চাইতো না, সে মিডিয়ায় কাজ করুক। সে ডাক্তার হচ্ছে তাই থাকুক। কিন্তু আমি চাইতাম, বাঁধন যা ভালোভাবে করতে পারবে তাই করুক। আজ মনে হচ্ছে আমি সফল, মেয়ের কাজ দেখে।’

উল্লেখ্য, এ বছরের জুন মাসে ফ্রান্সে ‘কান ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রথমবার প্রিমিয়ার হয়েছিল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সেখানেও ছবিটি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।