শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ বাতিলের সিদ্ধান্ত ইসলামাবাদ হাইকোর্টের

admin

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার নোটিশটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতাহার মিনাল্লাহর নেতৃত্বে বিচারপতি মহসিন আক্তার কায়ানি, বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গাজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীর ও বিচারপতি বাবর সাত্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

গত ২০ আগস্ট এক সমাবেশ চলাকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনা হয় ইমরানের খানের বিরুদ্ধে।

প্রধান বিচারপতি আতাহার মিনাল্লাহর বলেন, আজকের শুনানিতে ইমরানের দেয়া এফিডেভিট গ্রহণ করে বিচারকের বেঞ্চ।

তিনি আরো বলেন, ‘ইমরান খান বিচারের প্রতি সততা প্রদর্শন করেছেন। তিনি বিচারকের কাছে ক্ষমা চাইতেও গিয়েছিলেন।’

তিনি আরো উল্লেখ করেন, ইমরানের আচরণে সন্তুষ্ট হাইকোর্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।