শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

জয় পেয়েছে পিএসজি, ইনজুরির কারণে খেলেননি মেসি

admin

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ , ৩:১৪ অপরাহ্ণ

ফরাসি লিগ ওয়ানে মেতজের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ম্যাচটিতে ইনজুরির কারণে খেলেননি মেসি।

ম্যাচটিতে জয় পেলেও এই জয় তুলে নিতে পিএসজির ঘাম ছুটে যায়। ম্যাচের ৫ মিনিটের সময় আশরাফ হাকিমি প্রথমে গোল করেন। ৩৯ মিনিটের সময় কোয়তোর গোলে মেতজ সমতা পায়। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছিল, ঠিক তখনই নেইমারের করা ক্রসে ম্যাচের ৯৫ মিনিটের সময় বল জালে জড়িয়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন আশরাফ হাকিমি।

এর আগে ৯১ মিনিটের সময় মেতজের বোরন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তিনি সময় নস্ট করছিলেন তাই তাকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখান রেফারি। এর আগেও একটি হলুদ কার্ড দেখেন। ফলে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

এই জয়ে লিগ ওয়ানে নতুন মৌসুমে সাতটি ম্যাচ খেলে সাতটিতেই জয় তুলে নিয়েছে পিএসজি। গত মৌসুমে লিগের শিরোপা হারানো পিএসজি এবার প্রথম থেকেই শিরোপার উপর নিজেদের কতৃর্ত্ব প্রতিষ্ঠা করছে।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।