শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডিকম

আগের সংবাদ

ভারতের পার্লামেন্ট ও রাজ্যসভায় নারীদের এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত

পরের সংবাদ

নরসিংদীর আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন 

মো.রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: আগস্ট ২২, ২০২০ , ১১:৪৫ অপরাহ্ণ

নরসিংদী সদরের বাজির মোড়ের আল মামুন আবাসিক হোটেলে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। ঘটনাটি ২২ আগস্ট শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঘটে । অভিযুক্ত স্বামী শামসুল হক(৪৫) কে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায় , নিহত রেশমী আক্তারের সাথে তার স্বামী শামসুল হকের বনিবনা ভাল ছিল না। শামসুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লহরী গ্রামে । স্বামীর সাথে দাম্পত্য কলহ থাকায় নিহত রেশমী আক্তার একাই নরসিংদী শহরের বিলাসদী মহল্লায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ।এ দম্পতির দুই সন্তান রয়েছে।

শনিবার শামসুল হক নরসিংদী এসে স্ত্রী রেশমীকে বাজির মোড়ের আল মামুন আবাসিক হোটেলে নিয়ে যায়। হোটেলের নির্ধারিত কক্ষে রেশমীর সাথে তার স্বামীর কথা কাটাকাটির এক পর্যায়ে শামসুল ক্ষিপ্ত হন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হোটেল কর্তৃপক্ষ টের পেয়ে স্বামীকে আটক করে এবং পুলিশে সোপর্দ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।