এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

আগের সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

পরের সংবাদ

সাবেক হুইপ মাহবুব আরা গ্রেপ্তার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪ , ৯:১৩ পূর্বাহ্ণ

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে ধানমণ্ডি থেকে তাকে গ্রপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, সোমবার মধ্যরাতে ধানমণ্ডি থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর মাহবুব আরা বেগম গিনিকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।