সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা, কার্যকর আজ থেকেই

আগের সংবাদ

বর্ষবরণের সর্ববৃহৎ ড্রোন শোতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী

পরের সংবাদ

ইস্পাহানি টি লিমিটেডের ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ৯, ২০২৪ , ১২:৫২ অপরাহ্ণ

‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছে আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান। উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কার পাওয়া পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম ও মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করেছে। তা ছাড়া বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম, গেটওয়েল লিমিটেড তৃতীয় ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার লাভ করেছে।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পদক ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সুত্রধর ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আব্দুল কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া আরএফএল গ্রুপের ফাইন্যান্স কন্ট্রোলার শফিউল আলম মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গেটওয়েল লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশ্ফী বিনতে শাম্স, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।