এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সাথে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কর্পোরেট চুক্তি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও দেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সাথে স্বাস্থ্য সেবা নিয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

গত (৬ আগস্ট, ২৫) বুধবার কলেজের অডিটরিয়ামে মনোমুগ্ধকর আয়োজনের মধ্যদিয়ে এ কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন, (ফাইনেন্স এন্ড এইচআরডি) ডিরেক্টর সরদার এ রাজ্জাক, এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মুরাদ হোসেন, জেনারেল ম্যানেজার মোঃ শহিদুল আলম রিপন সহ বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের পক্ষে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ লে. কর্নেল মোঃ আবু সাঈদ (পিএইচডি), উপাধ্যক্ষ শরিফ আহমেদ চেীধুরী সহ অন্যান্য সিনিয়র শিক্ষকগণ ও কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।

উক্ত কর্পোরেট চুক্তির ফলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রী সহ তাদের পরিবারবর্গ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে স্পেশাল ডিসকাউন্ট রেটে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা পিলখানার পিবিজিএমএস, কনসালটেন্ট, চর্ম ও যৌনরোগ বিভাগ, বর্ডার গার্ড হাসপাতালের ডাঃ মোঃ আমজাদ হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।