এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্লাবের এক্সট্রা অর্ডিনারি মিটিং অনুষ্ঠিত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ১২, ২০২৫ , ১০:৪৮ পূর্বাহ্ণ

শনিবার (১০ মে) ২০২৫ রাজধানী ঢাকার হোটেল সারিনা, বনানীতে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বাস্তবায়ন হয়।

সাধারণ সদস্যদের উপস্থিতিতে সভাটি রাত ৮টায় শুরু হয় এবং শেষ হয় রাত ১১ টা।

বর্তমান চেয়ারম্যান মো: নাসির উদ্দিন এর উপস্থিতে ডিরেক্টর আবু হেনা রাজ্জাক, ডিরেক্টর মিসেস তাহমিনা ইয়াসমিন, ডিরেক্টর মো: এনামুল হক, ডিরেক্টর অনজনি মোদি, ডিরেক্টর মেহরুন নেসা ইসলাম, ডিরেক্টর মারুফ শিকদার ও কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্লাবের চীফ এডভাইসার সহ আরো উপস্থিত ছিলেন মো: মজিবুর রহমান মৃধা, এম এ হাফিজ, শেখ ফারুক হোসেন, প্রফেসর ডাঃ শাহেদা ওবায়েদ, দেলোয়ার হোসেন রাজা, শাহাজাহান সাজু, মাহাবুব মুরছালিন, সৈয়দা মাসুদা মোর্তুজা (লাইজু), এলএন. ফিরোজ আহমেদ আরো উপস্থিত ছিলেন ।

সাধারণ সদস্যগণ ক্লাবের উন্নতির জন্য আরো কার্যকরি পদক্ষেপ নেয়ার জন্য বর্তমান কমিটিকে চাপ প্রয়োগ করেন। সদস্যগণ আশা করে খুব দ্রুত ক্লাবের আরো উন্নতি হবে এবং দৃশমান কাজ হবে। ক্লাবকে শক্তিশালী এবং প্রতিষ্ঠিত করা যায়; সে বিষয়ে অধিকাংশ বক্তারা আলোচনায় আলোকপাত সহ ক্লাব উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন।

উপস্থিত সদস্যগনের বিভিন্ন মতামতের গুরুত্ব বিবেচনা করে বর্তমান চেয়ারম্যান মো: নাসির উদ্দিন জানান, আমরা পরবর্তী কার্যক্রমে অবশ্য চিঠি আকারে সবাইকে জানিয়ে দেয়া এবং সে অনুযায়ী সবাই কার্যক্রমকে তরান্বিত করার জন্য সবার সহযোগীতা কামনা করেন।

উক্ত সভায় সর্ব-সম্মতিক্রমে নিয়মিত এজিএম করা এবং গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ্য, ইন্ডিয়া বাংলাদেশ ফেন্ডশিপ ক্লাব ঢাকা রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (RJSC) NSI (National Security Intelligence) ২০১৮ সালে অনুমোদন হয় এবং বিশেষ পুলিশ শাখা (SB) কে ক্লাবের ডাইরেক্টর বোর্ডের সদস্যগণের তদন্তে ২০১৯ এ ইন্ডিয়া বাংলাদেশ ফেন্ডশিপ ক্লাবটির অনুমোদিত হয়।

বি:দ্র: কোভিড-১৯ এ ২০২০ সালে পূর্ণাঙ্গভাবে ক্লাবের কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর হয়নি। এছাড়াও জুলাই-আগষ্টের- ২৪ হতে বর্তমান পরিস্থিতির কারণে ইন্ডিয়া বাংলাদেশ ফেন্ডশিপ ক্লাবের কার্যক্রম পরিচালনা ধীরস্থিরভাবে চলছে।

ক্লাব প্রতিষ্ঠার পিছনে উদ্দেশ্য- “উভয় দেশের ক্লাবের সদস্যদের ব্যবসা সম্পসারণ”।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।