এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

`টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪ , ১০:২৬ পূর্বাহ্ণ

ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারিয়েছি।’

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন।

রন এলি ১৯৮০ এর দশকে ক্রুজ শিপ-ভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’ এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ অন্যান্য জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামগুলোতে অভিনয় করেন।

১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলের বান্ধবীকে বিয়ে করলেও দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

১৯৮০ এর দশকের শুরুর দিকে মিস আমেরিকা প্রতিযোগিতার উপস্থাপনা করেন তিনি। সেই সময় তার স্ত্রী ভ্যালেরির সঙ্গে সাক্ষাৎ হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

এলি ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে তার বাড়িতে মারা যান।

বুধবার (২৩ অক্টোবর) একটি ইনস্টাগ্রাম পোস্টে মৃত্যুর ঘোষণা দিয়ে অভিনেতা রন এলির মেয়ে বলেছেন, ‘আমার বাবা এমন একজন ছিলেন যাকে লোকেরা নায়ক বলে ডাকত। তিনি একজন অভিনেতা, লেখক, কোচ, পরামর্শদাতা, পরিবারের মানুষ এবং নেতা ছিলেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।