এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

‘ইনসাফ’ সিনেমায় আছেন চঞ্চল চৌধুরীও

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ৯, ২০২৫ , ১২:৪৯ অপরাহ্ণ

এই ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার ভিড়ে আলোচিত নাম হয়ে উঠেছে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’। মুক্তির আগে থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। তবে হলে গিয়ে তারা যা দেখেছেন, তা একেবারেই অপ্রত্যাশিত হঠাৎ করেই পর্দায় হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী!

চঞ্চলের নাম ছিল না অফিশিয়াল কাস্টিং তালিকায়। ফলে সিনেমা দেখতে গিয়ে তার উপস্থিতিতে হতবাক হয়েছেন দর্শকরা। তবে শুধু উপস্থিতিই নয়, তার লুক ও চরিত্র এমন এক স্তরে চমকে দিয়েছে, যা হয়তো কেউ কল্পনাও করেননি—পূর্ণ ন্যাড়া মাথা, হাতে রক্তমাখা দা, অথচ চোখেমুখে অদ্ভুত এক শান্ত ভাব। আর সেই অবস্থাতেই বাজাচ্ছেন ভায়োলিন!

সিনেমায় এটি একটি রহস্যময় ক্যামিও চরিত্র। তবে মাত্র কয়েক মিনিটের এই উপস্থিতিই যেন বদলে দিয়েছে ‘ইনসাফ’-এর পুরো আবহ। অনেক দর্শকই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “চঞ্চলের সারপ্রাইজ এন্ট্রি সিনেমাটিকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। এক মুহূর্তেই পাল্টে গেছে মোহ, রহস্য আর থ্রিলের ভুবন।”

এরইমধ্যে ভাইরাল হয়েছে চঞ্চলের সেই দৃশ্যের একটি স্থিরচিত্র। মজার ব্যাপার, চঞ্চল নিজেও সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভক্তদের ভালোবাসা আর চমকের প্রতিক্রিয়া যে তিনি উপভোগ করছেন, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।