এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

অ্যারিস্টোক্র্যাট অ্যাডভাইজর্স অ্যান্ড অ্যারেঞ্জার্স (৩এ)-এর নতুন অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫ , ৩:৪৮ অপরাহ্ণ

ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি ও কর্পোরেট অ্যারেঞ্জমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যারিস্টোক্র্যাট অ্যাডভাইজর্স অ্যান্ড অ্যারেঞ্জার্স (৩এ) নতুন যাত্রার সূচনা করল নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় রাজধানীর নিকুঞ্জ-২ এ ডিএসই টাওয়ারের ১০ম তলায় অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ওপেনিং ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে অ্যারিস্টোক্র্যাট অ্যাডভাইজর্স অ্যান্ড অ্যারেঞ্জার্স (৩এ)-এর বোর্ড অব ডিরেক্টরস, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ব্যবসায়িক সহযোগী, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। নতুন অফিস উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের অগ্রগতি ও সাফল্যের জন্য বিশেষ দোয়া করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন অফিস থেকে আরও পেশাদার ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য তাদের।

অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে সৌজন্য বিনিময় করেন কোম্পানির বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।