এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না: আমান

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫ , ১:১৯ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ৯০–এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। তাঁর রক্তের বিনিময়ে পতন ঘটেছিল এরশাদ সরকারের। সেই ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণআন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে।

শুক্রবার জিহাদের স্মৃতিস্তম্ভ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

পুষ্পমাল্য অর্পণ শেষে তারা শহীদ জেহাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।