এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

ইতিহাসের সেরা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে: প্রেস সচিব

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫ , ৯:৩১ অপরাহ্ণ

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। এবার ইতিহাসের অন্যতম একটি ‘বেস্ট ইলেকশন’ হবে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেইক ইলেকশন। এবার আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। নির্বাচন নিয়ে সারা দেশে এখন ইতিবাচক আমেজ তৈরি হয়েছে।

তিনি আরো জানান, জামালপুর ও হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই নেতাকর্মীদের পোস্টার দেখা যাচ্ছে। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে, তখন নির্বাচনি পরিবেশ আরো জমজমাট হয়ে উঠবে।

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে।

এসময় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।