এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

আগের সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

পরের সংবাদ

বুধবার থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১০:১৯ অপরাহ্ণ

ঈদযাত্রায় ট্রেনের টিকিট সংগ্রহে ভোগান্তি দূর করতে এবার অনলাইনে টিকিট বিক্রি করা হবে। বুধবার (১৪ জুন) এবার ঈদযাত্রার ট্রেনের টিকিট দুই শিফটে বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চল সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি করা হবে দুপুর ১২টা থেকে।

গত ৩০শে মে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এক ব্রিফিংয়ে টিকিট বিক্রির সূচি জানায়। সে অনুযায়ী বুধবার (১৪ জুন) দেয়া হবে ২৪ জুনের টিকিট, ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন দেয়া হবে ২৬ জুনের টিকিট, ১৭ জুন দেয়া হবে ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন দেয়া হবে ২৮ জুনের টিকিট।

এ ঈদযাত্রার ট্রেনের ফিরতি একইভাবে অগ্রিম টিকিট দেয়া হবে ২২ জুন থেকে। আগামী ২২ জুন দেয়া হবে ২ জুলাইয়ের টিকিট, ২৩ জুন দেয়া হবে ৩ জুলাইয়ের টিকিট, ২৪ জুন দেয়া হবে ৪ জুলাইয়ের টিকিট, ২৫ জুন দেয়া হবে ৫ জুলাইয়ের টিকিট, আর ২৬ জুন দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।