এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

রাঙ্গামাটি ফুড প্রোডাক্টকে জরিমানা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১২ , ৮:৫৩ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত রাঙ্গামাটি ফুড প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান পি বি বড়ুয়াকে ১ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি)।

সোমবার এসইসি সূত্রে জানা গেছে, এসইসির বিধি মোতাবেক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে এ জরিমানা করা হয়েছে।

গত ৩১ মার্চ ২০১১ সালের সমাপ্ত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন দাখিল ব্যর্থ হওয়ায় গত ৮ জানুয়ারি কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করে কমিশন।

আর্থিক প্রতিবেদন দাখিলের শেষ সময় ছিল গত ৩০ এপ্রিল, ২০১১।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ২২ ধারার ক্ষমতা বলে রাঙ্গামাটি ফুড প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান পি বি বড়ুয়াকে এ জরিমানা করা হয়।

এছাড়া এ আদেশ জারির ১৫ দিনের মধ্যে কমিশন বরাবর ব্যাংক ড্রাফট ও পে-অর্ডারের মাধ্যমে জরিমানাকৃত অর্থ প্রদানের বিধান রয়েছে।

নিয়ম অনুযায়ী, এ আদেশ জারির তারিখ থেকে জরিমানা দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে পি বি বড়ুয়ার উপর প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা ধার্য করা হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।