সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা, কার্যকর আজ থেকেই

আগের সংবাদ

বর্ষবরণের সর্ববৃহৎ ড্রোন শোতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী

পরের সংবাদ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ , ৬:২৭ অপরাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ১৩ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ১৭ পয়সা। গতবছর একই সময়ে ৮ টাকা ২৫ পয়সা ছিল কোম্পানিটির ইপিএস।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির পুনঃমূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫৯ টাকা ৬৮ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।