এনসিপি কে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে : ইসি সচিব আখতার আহমেদ

আগের সংবাদ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় : আইন উপদেষ্টা

পরের সংবাদ

বাড়ি ছেড়ে যাওয়া ৪ ছাত্রসহ গ্রেফতার ৭

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২ , ৮:০০ পূর্বাহ্ণ

জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ ছাত্রসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এদের রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মিডিয়া উইংয়ের পরিচালক আরও জানান, গত ২৩ আগস্ট কুমিল্লায় কলেজ পড়ুয়া চার শিক্ষার্থী কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর নিখোঁজ হন আরও কয়েকজন। কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া সাতজনকে ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।