অন্যান্য
চলতি সপ্তাহে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এ শিল্পী।
জানা গেছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নেওয়া হয়েছে এই অভিনেতাকে।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বললেন, ‘শীতকালে জাহিদ ভাইয়ের ঠাণ্ডাজনিত সমস্যাটা হয়। এর আগেও এমনটা হয়েছিল। এবার শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এখন সুস্থ। তাই বাসায় ফিরেছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।’
তিনি আরও বলেন, ‘জাহিদ ভাই গতকাল (মঙ্গলবার) বাসায় ফিরেছেন। বাসাতেই আছেন। তবে ঠাণ্ডার একটু সমস্যা এখনও আছে। এর আগে বছর পাঁচেক আগে শীতকালে নেপালে শুটিং করতে গিয়ে বেকায়দায় পড়েছিলেন জাহিদ হাসান। দেশে এসে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে।
প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি। বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।